চট্টগ্রামে চার হোটেলকে জরিমানা

 চট্টগ্রাম অফিস :  চট্টগ্রাম নগরীর জিইসি মোড় ও এ কে খাঁন এলাকার চার হোটেলকে নোংরা পরিবেশ, ডিলিং লাইসেন্স না থাকা, পোড়া নোংরা তেল ও পঁচা ডিম দিয়ে খাবার তৈরী করার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা করা হোটেলগুলো হলো হোটেল জামান, হোটেল কটুম্বারী ও হোটেল ক্যান্ডি ও ক্যাফে আলম। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রষাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর সিটিজি নিউজ-কে জানান, নগরীর জিইসি মোড় ও এ কে খাঁন মোড় এলাকায় ভেজাল খাদ্য বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে নোংরা পরিবেশ, ডিলিং লাইসেন্স না থাকা, পোড়া নোংরা তেল ও পঁচা ডিম দিয়ে খাবার তৈরী করার অপরাধে চার প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 নগরীর জি ই সি মোড়ের জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ক্যাফে আলম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং ক্যান্ডি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা। অন্যদিকে এ কে খান মোড়ে কুটুম্ববাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মনসুর।ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে হোটেলের ভেতরের এসব নোংরা পরিবেশ দেখে অনেক কাস্টমারকেই খাদ্য ফেলে রেখে হোটেল ও রেস্টুরেন্ট ত্যাগ করতে দেখা যায় বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট আরো বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে

এ বিভাগের আরও খবর

Comments are closed.