সাউদার্ন মেডিক্যালে কর্মবিরতি চলছে

সিটিনিউজবিডি : চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বেসরকারি সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে কর্মবিরতি চলাকালীন ক্যাম্পাস ও হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে এখানে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

বুধবার সকাল ১০টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

আন্দোলনরত চিকিৎসক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলর ডা. হোসেন আহমেদ জানান, দুই বছর ধরে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যে কর্তৃপক্ষের সঙ্গে আমরা দেনদরবার করে আসছি। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে, কিন্তু সবচেয়ে কম বেতন-ভাতা দেওয়া হয় সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে।

তিনি জানান, এখানে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকসহ অন্তত শতাধিক চিকিৎসক রয়েছেন। এ ছাড়া নার্স, আয়া, মাসিসহ সবার বেতন-ভাতাই তুলনামূলকভাবে কম। তারাও স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.