দু-একটি ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি :   (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দু-একটি ছাড়া বাকিগুলোতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী।আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি জায়গা ছাড়া সারা দেশের পরিস্থিতি খুব সুন্দর ছিল। দু-একটা জায়গায় যেটা হয়েছে তাতে তদন্ত কমিটি হচ্ছে। যার যার গাফিলতি ছিল, সেটা নির্বাচন কমিশন দেখছে। তারাই ব্যবস্থা নিচ্ছে।

সারা দেশে প্রথম ধাপে ৭১২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় ২২ মার্চ । নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে ক্ষমতাসীন দল দাবি করলেও বিএনপির অভিযোগ নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়নি। এজন্য নির্বাচন কমিশনের সমালোচনাও করে দলটি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.