জাতীয় প্রেসক্লাবে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু স্মরণ

সিটিনিউজবিডি : ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্ট সাংবাদিকরা।

শনিবার সাংবাদিকদের একাধিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সাংবাদিক নেতারা।

জাতীয় প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, স্বাধীনতা সাংবাদিক পরিষদ এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ণন কেন্দ্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আশ্রাফ আলী, নির্বাহী সদস্য হাসান আরেফিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.