বাঁশখালীতে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন

বাঁশখালী প্রতিনিধি :  মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেন। রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এরপর বাঁশখালী উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা এবং বাঁশখালী থানার অফিসার স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল অর্পন করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগের পক্ষ থেকে সাংসদসহ অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।

অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য, মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার, আহমদ ছফা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনির আহমদ সজিব, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়–য়া মুক্তা, মুক্তিযোদ্ধার সন্তান ফয়সাল জামিল চৌধুরী ছাকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাঁশখালীতে নব নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য, মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য, এডভোকেট আজিজ উদ্দীন হায়দার, ডাঃ আলী আশরাফ ও আহমদ ছফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ সম্পাদক এসএম নুরুল আমিন চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় সিনিয়র সহসভাপতি আহমদ ছগির, সহসভাপতি অমিত দাশ, সদস্য শামসুল আলম চৌধুরী, মোহাম্মদ আলম, সুপ্রিয়া বড়–য়া, ছিদ্দিক আহমদ, আমিন সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দসহ পুষ্পমাল্য অর্পন করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.