তনুর পরিবারকে হয়রানি না করার দাবি

চট্টগ্রাম : যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, ২৮ মার্চ১৬ইং  চট্টগ্রামের আহ্বায়ক জেসমিন সুলতানা পারু এক বিবৃতিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদের নামে কোন রকম হয়রানি না করার দাবি জানিয়েছেন।বিবৃতিতে তিনি ঘটনার পর এক সপ্তাহ পার হলেও এখনো এ ঘটনার কোন কুলকিনারা না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা এ ঘটনা তদন্তে দ্রুত ও কার্যকর ভূমিকা নেয়ার স্বার্থে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উপায়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।বিবৃতিতে তিনি বলেন তনু হত্যার মত বর্বোরচিত ঘটনা আড়াল করা নয় বরং এ হত্যাকান্ডের দায়ে অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সম্ভব এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা।
বিবৃতিতে তিনি বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতির অবসান দাবী করেন। নেতৃবৃন্দ বলেন তনু হত্যাসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, ধর্ষণের পর হত্যাসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্র- সকল পর্যায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.