ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ৮১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

এম আনোয়ার হোসেন, মিরসরাই : মিরসরাই উপজেলার ৯ টি ইউনিয়নে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮১ টি কেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সম্প্রতি বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপি সমর্থিত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য পদপ্রার্থীদের পোষ্টার ছেঁড়া, আগুন লাগানো, কর্মীও সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের হামলার অভিযোগ দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এছাড়া বেশির ভাগ ইউনিয়নে এক ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য পদপ্রার্থী একাধিক থাকায় নিজ দলের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সম্প্রতি রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।
হিঙ্গুলী, জোরারগঞ্জ ও মিরসরাই সদর ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন, দুর্গাপুর ও সাহেরখালী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এএসএম রাশেদুর রহমান, কাটাছড়া ও ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, ওচমানপুর ও ধুম ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেন। নির্বাচনে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তারা। আগামী ৩১ মার্চ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৫৬ জন, সাধারণ সদস্য পদে ১৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, হিঙ্গুলী ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯ কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৫১ টি, অস্থায়ী কেন্দ্র ১ টি, মোট ভোটার ২০ হাজার ২৪৬ জন। জোরারগঞ্জ ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ৬৩ টি, মোট ভোটার ২৬ হাজার ২৯৬ জন। ধুম ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ কেন্দ্রে বুথ সংখ্যা ৩৪ টি, মোট ভোটার ১২ হাজার ৮৮৬ জন। ওচমানপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩২ টি, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১ টি, মোট ভোটার ১২ হাজার ৮৮ জন। ইছাখালী ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্রের ভোট কক্ষের সংখ্যা ৪৫ টি, মোট ভোটার ২০ হাজার ৫৭২ জন। কাটাছড়া ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৪৩ টি, মোট ভোটার ১৮ হাজার ২৭ জন। দুর্গাপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩৮ টি, মোট ভোটার ১৫ হাজার ৯৯০ জন। মিরসরাই সদর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩২ টি, মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। সাহেরখালী ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে ৯ কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩৩ টি, মোট ভোটার ১২ হাজার ৯৭২ জন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.