সৌদিআরবে বাংলদেশের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ সিটিনিউজবিডি প্রতিনিধি

সিটিনিউজবিডি :  সৌদিআরবের  সৌদিতে নিযুক্ত বাংলদেশের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসিহ র সাথে   জনপ্রিয় অনলাইন  ctnewsbd  সৌদিআরব ব্যুরো চিপ মোরশেদ রানা  সৌজন্য সাক্ষাতের সময়  সিটিনিউজের ক্যালেন্ডার প্রদান করেন । মোরশেদ রানা সিটিনিউজের প্রচার ও প্রসারে  বাংলদেশের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করলে রাষ্ট্রদূত সিটিনিউজকে সবসময় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং সেই সাথে সিটিনিউজের বস্তুনিষ্ট সংবাদের প্রশংসা ও শুভ কামনা করেন । এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউছুপ খান সহ কমিউনিটির কয়েকজন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.