চট্টগ্রামের ইউপি নির্বাচন সম্পন্ন

রোমেল রহমান : চট্টগ্রামে ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮১টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোট সর্ম্পণ করেছে।

তবে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ৩০ ইউপিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থীরা। মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার প্রার্থীরা ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম বলেন, তিন উপজেলার ৩০টি ইউনিয়নে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিতীয় দফায় সীতাকুণ্ড উপজেলায় ৯টি ইউনিয়ন, মিরসরাই উপজেলার ৯ এবং সন্দ্বীপ উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৮৭ জন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.