‘জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ’ উদ্বোধন করলেন চসিক সিটি মেয়র

চট্টগ্রাম :  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আজ ২ এপ্রিল থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু হলো। সপ্তাহ ব্যাপি এ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মিলনায়তনে শিশুদের কৃমি নাশক টেবলেট খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র-২ মিসেস জোবাইরা নার্গিস খান, শিক্ষা ও স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আবুল হোসেন, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এর সচিব ডা. জাহিদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা সহায়তা বিভাগের উপ পরিচালক আশীষ কুমার সাহা, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের এমও ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম, ভ্যাকিসেশন ইনচার্জ মোহাম্মদ আবু ছালেহ, ইপিআই টেকনিশিয়ান নুর মুহাম্মদ খান, স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম সহ অন্যরা। কৃমি নাশক কর্মসূচি ৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। নগরীর ১২৪৪টি প্রাথমিক বিদ্যালয়, ফোরকানিয়া মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ বিভিন্ন বস্তিতে এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়াকার্স সহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেবেন।

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের কর্মসূচি উদ্বোদনকালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা সৃষ্টি করে কৃমি। তবে কৃমি নাশক ট্যাবলেট খালি পেটে ৫ বছরের কম বয়সী শিশুকে খাওয়ানো যাবে না। এ বিষয়টি সব সময় খেয়ালে রাখতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.