চলছে বাঁশখালীতে ঢিলেঢালা হরতাল

বাশখালী প্রতিনিধি : বাশখালীতে গণ্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘাতে গুলিতে চারজন নিহতের প্রতিবাদ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গতকাল (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেয় ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরামে’ নামে একটি সংগঠন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, উপজেলা সদর ও ইউনিয়নগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলার কোথাও হরতালের সমর্থনে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।

তিনি আরো বলেন, ‘বাঁশখালী স্বাভাবিক। এখানে হরতালের সমর্থনে কাউকে মাঠে দেখা যায়নি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.