সব হাসপাতালে বার্ন ইউনিট থাকবে -প্রধানমন্ত্রি

ঢাকা : উদ্বোধন করা হলো ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ নির্মাণ কাজ।

বুধবার রাজধানীর চাঁনখারপুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই বার্ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে একটি করে বার্ন ইউনিট করা হবে।

চাঁনখারপুলে ১ দশমিক ৭৬ একর জমিতে এই ইনস্টিটিউট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৩৪ কোটি টাকা। এই ইনস্টিটিউটের সঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য থাকবে ৫০০ শয্যার হাসপাতাল।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্যের নামে হাসপাতালের পুরাতন ভবন রাখা যাবে না। এগুলো ভেঙে নতুন, আধুনিক ও যুগোপযোগী ভবন তৈরি করা হবে।

তিনি বলেন, ‘পুরাতন ভবন ভাঙতে গেলেও কথা হবে। টেলিভিশনে টক শো হবে, পত্রিকায় লেখালেখি হবে। তা হোক। মানুষের উপকারের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।’

চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এখন নতুন নতুন রোগ দেখা দিচ্ছে। এইসব বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে।’

শেখ হাসিনা বলেন, এখন জেলা-উপজেলা পর্যায়ের চিকিৎসকরা শহরের চিকিৎসকদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ করতে পারে। আন্তর্জাতিক পর্যায়েও এই যোগাযোগব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে এর প্রসার আরো বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নতি হয়েছে, আরো হবে। কারো কাছে হাত পেতে নয়, বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে চলবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.