আফসারুল আমীনের বহিস্কার দাবিতে মহাসড়ক অবরোধ

এম আনোয়ার হোসেন, মিরসরাই : মিরসরাইয়ের সাংসদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সাংসদ ডা. আফসারুল আমীনের অশোভন আচরণের প্রতিবাদে মিরসরাইয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে আওয়ামীলীগও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২ টার সময় মিরসরাই উপজেলা সদরে উপজেলা ছাত্রলীগ, মিরসরাই পৌরসভা ছাত্রলীগ, মিরসরাই কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে মহাসড়কে বিক্ষোভ করে। এসময় আফসারুল আমীনের কুশপুত্তলিকাও দাহ করা হয়। এদিকে ৩০ মিনিট মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মহাসড়কে। দুর্ভোগে পড়েন শতশত চালক ও যাত্রীরা। পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইছাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফা দলের নতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের নিভৃত করেন এবং অবরোধ তুলে দেন। অপরদিকে বিকেলে বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
মিরসরাই সদরে রবিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইছাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফা, প্রচার সম্পাদক শহীদুন্নবী, সাবেক প্রচার সম্পাদক সিরাজদ্দৌলা, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মিয়া মোঃ হুমায়ুন কবির, কমিশনার শাখের ইসলাম রাজু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক নুরুল আবছার সেলিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহীম খলিল ভূঁইয়া, ফরহাদ হোসেন, মিরসরাই পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল ফায়হাত সংগ্রাম, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর জামান রিফাত, আরাফাত, সিফাত প্রমুখ।
এদিকে বিকালে বারইয়ারহাট পৌরবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, মানববন্ধনও সমাবেশে অংশ নেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, করেরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ন আহবায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজাদ রুবেল, পৌর ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সেতু, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন রাজু, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রিফাত প্রমুখ।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত ‘টেকসই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থাও আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনার একপর্যায়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সাংসদ গণপূর্ত মন্ত্রীকে মারতে তেড়ে আসেন। এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তাকে নিবৃত্ত করেন। ওই অনুষ্ঠানে দুই নেতার সমর্থকদের মধ্যেও হাতাহাতি হয়। পরে অনুষ্ঠানটিও পন্ড হয়ে যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.