দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভুত

গোলাম সরওয়ার  :   দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভুত হয়েছে।বুধবার রাত ৮টা চট্টগ্রাম এ কম্পন অনুভূত হয়। অনেকে ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সাংবাদিক জুবায়ের সিদ্দিকী জানান, তিনি ভূ-কম্পনের সময় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আন্তজার্তিক বাণিজ্য মেলায় ছিল। এমন সময় হঠাৎ মেলার স্টলগুলোতে সাজানো জিনিসপত্র দুলতে থাকে। এতে প্রথমে তিনি ভয় পেয়ে যান। পরক্ষণেই ভূমিকম্প বুঝতে পেরে নিরাপদ স্থানে দাঁড়িয়ে পড়েন।  এ ছাড়া নগরীর শান্তিধাম, কাকলিবাগ, টুটপাড়া ও ফুল মার্কেট এলাকায় দেখা যায়, ভূ-কম্পনের আতংকে এলাকার বিভিন্ন ভবন থেকে লোকজন রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে নারী-পুরুষ ও শিশুরা বেশি আতংকিত হয়ে পড়েন।

এদিকে, অফিস ও বাসা-বাড়ির লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে। অনেককে স্বজনদের কাছে ফোন করতেও দেখা গেছে।

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.