মিরসরাইয়ের ৫ ইউনিয়নে আ’লীগের একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ

এম আনোয়ার হোসেন, মিরসরাই  : ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় চেয়ারম্যান মনোনয়ন শুরু করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ। এর অংশ হিসেবে বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে এবং ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কবির নিজামীও ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে আবুল খায়ের ভূঁইয়াকে প্রার্থী মনোনীত করেছে দলটির তৃণমূল পর্যায়ের কাউন্সিলরা। অপরদিকে শুক্রবার (১৫ এপ্রিল) ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজকে, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীকে একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এছাড়া ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাউন্সিল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামীলীগ কাউন্সিল স্থগিত করে।
জানা গেছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুন একযোগে ১০ নম্বর মিঠানালা, ১১ নম্বর মঘাদিয়া, ১২ নম্বর খৈয়াছরা, ১৩ নম্বর মায়ানী, ১৪ নম্বর হাইতকান্দি, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে বৃহষ্পতিবার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের ভূঁইয়া চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত হয়েছেন। ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জাহেদ ইকবাল চৌধুরী চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত হয়েছেন। ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা কবির আহম্মদ নিজামীকে প্রার্থী মনোনীত করেছেন। মায়ানী ইউনিয়নের ১১২ জন কাউন্সিলরের মধ্যে ৯১ জন প্রত্যক্ষ ভোটে প্রার্থী মনোনীত করেছেন। এরমধ্যে কবির নিজামী পেয়েছেন ৬০ ভোট, এসএম গোলাম সরওয়ার পেয়েছেন ৩০ ভোট। এদিকে শুক্রবার ১৪ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের ভোটে জাহাঙ্গীর কবির চৌধুরী ৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম পেয়েছেন ১৫ ভোট। ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের ভোটে ফজলুল কবির ফিরোজ ৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্ব›দ্ধী গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৫ ভোট। এরআগে গত ৩১ মার্চ উপজেলার ২ নম্বর হিঙ্গুলী, ৩ নম্বর জোরারগঞ্জ, ৪ নম্বর ধুম, ৫ নম্বর ওচমানপুর, ৬ নম্বর ইছাখালী, ৭ নম্বর কাটাছরা, ৮ নম্বর দুর্গাপুর, ৯ নম্বর মিরসরাই সদর ও ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়ে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের আগামীদিনের নৌকার কান্ডারী মনোনীত করছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.