রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ চেয়ারম্যান নির্বাচিত

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই ১১ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার দলীয় প্রার্থী বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে রয়েছেন ১১২ জন মহিলা ও পুরুষ মেম্বার। বাকি তিনটি ইউপিতে আগামী ৭ মে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার ছিল এসব ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সর্বশেষ হিসাব অনুযায়ী ১১ চেয়ারম্যান ও ১১২ জন পুরুষ ও মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

নির্বাচিতরা সবাই আওয়ামী লীগের প্রার্থী। তারা হলেন হলদিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি, রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, পূর্বগুজরা ইউনিয়নে এম আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরায় সাহাবুদ্দিন আরিফ, বাগোয়ান ইউনিয়নে ভুপেশ বড়ুয়া, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, নোয়াজিশপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.