রাবি অধ্যাপক খুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিককে (৬০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় ওই শিক্ষকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুজিবুল হক আজাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ির প্রায় দেড়শ গজ দূরে যাওয়ার পর পরই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে অধ্যাপক রেজাউল করিম বাসা থেকে বের হবার পর প্রায় ৩০ গজ দূরে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর দুই ছেলেমেয়ে। ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেষ বর্ষের ছাত্র। মেয়ে রেজওয়ানা হাসিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.