ফটিকছড়িতে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৭, স্বতন্ত্র-৩ প্রার্থী বিজয়ী

জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ , ফটিকছড়ি :   দেশের তৃতীয় দফা ইউপি নির্বাচনে ফটিকছড়ির ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ‘লীগের ৭, স্বতন্ত্র ৩ প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার ভোটে আ.লীগের নৌকার ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন-দাঁতমারায় জানে আলম, নারায়নহাটে হারুনুর রশিদ, সুন্দরপুরে শাহনেওয়াজ, রোসাংগিরীতে সোয়েব আল ছালেহীন, বখতপুরে এস.এম সোলাইমান, জাফতনগরে আব্দুল হালিম, আব্দুল্লাহপুরে হোসেন আলী ।
হারুয়ালছড়ি ও কাঞ্চনগর পাইন্দং এ তিন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন । তাঁরা হলেন-হারুয়ালছড়িতে ইকবাল হোসেন চৌধুরী, কাঞ্চনগরে রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, পাইন্দং নুরুল বশর নবী। পাইন্দং এর নুরুল বশর নবী জামায়াত সমর্থিত প্রার্থী। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।
উল্লেখ্য, ১৫ টি ইউনিয়নে নির্বাচন হওয়ার সকল প্রস্তুতি গ্রহন করলেও নির্বাচনের দু‘দিন পূর্বে আদালতের স্থগিতাদেশ প্রদান করায় ভূজপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে । ইতিপূর্বে চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় বর্তমানে ১০ ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে, ১৪ ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বার প্রার্থী) ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার প্রার্থীর) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বি.দ্র: মোট প্রাপ্ত ভোটসহ প্রতিদ্বন্ধি প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যাসহ বিস্তারিত আসছে…

এ বিভাগের আরও খবর

Comments are closed.