হত্যার দায় স্বীকার করল আনসার আল ইসলাম

ঢাকা : জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিআইএস) বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার দুপুরে আনসার আল ইসলামের টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।

ইংরেজিতে দেওয়া টুইট বার্তায় বলা হয়, ‘আল্লাহর শোকর, আনসার আল ইসলামের মুজাহিদিনরা জুলহাজ মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করতে সক্ষম হয়েছে। তারা ছিল বাংলাদেশে সমকামিতা চর্চা ও এর প্রচারের অগ্রদূত। জুলহাজ মান্নান ছিলেন রূপবানের সম্পাদক (সমকামী বিষয়ক সাময়িকী), মাহবুব তনয় ছিলেন সক্রিয় কর্মী। তারা তাদের প্রভু মার্কিন ক্রুসেডার ও ভারতীয় সহযোগীদের সহযোগিতায় তারা ১৯৯৮ সাল থেকে এ দেশে সমকামিতার প্রচারে রাত-দিন কাজ করছিল। ইনশা আল্লাহ, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত দেব।’

প্রসঙ্গত, গতকাল ঢাকার কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। তার আগে তিনি মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একই বাসায় নিহত হন জুলহাজের বন্ধু তনয়। তিনি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.