চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ দল জয়

চবি প্রতিনিধি  :    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে টানা চতুর্থবারের মতো পূর্ণ প্যানেলে জয় পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের সংগঠন হলুদ দল।

প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর ফলাফল ঘোষণা করেন মঙ্গলবার বিকেলে । এর আগে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য নির্বাচিত হয়েছেন।সভাপতি নির্বাচিত হওয়া অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব পেয়েছেন ৪৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ‘সাদা দল’র প্রার্থী অধ্যাপক মোজাফফর আহমদ পেয়েছেন ২৩৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য পেয়েছেন ৪৫৮ ভোট। তার প্রতিদ্বন্ধী সাদা দলের প্রার্থী প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান পেয়েছেন ১৯১ ভোট।

নির্বাচনে ১১টি পদেই হেরেছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল’র প্রার্থীরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.