প্রাথমিক সমাপনী বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক : বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের বৃত্তিবঞ্চিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাদের অভিযোগ, প্রথামিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বিদ্যালয়টির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিবঞ্চিত করা হয়েছে। এ ছাড়া একই দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দেন।

মানববন্ধনে কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলে বুঝতে পারলাম, চট্টগ্রামে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর এই বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেধা বৃত্তি পায়। গত বছরও ৩১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছিল। ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর এই বছর বৃত্তি পাওয়ার কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে, এই বছর মাত্র চারজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অথচ সরকার এই বছর থেকে দ্বিগুণ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। তাদের মতে এই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী খুবই মেধাবী। সঠিকভাবে বৃত্তির ফলাফল পুনর্মূল্যায়ন হলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে তাদের আশা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.