আইনি সহায়তা পেতে ডায়াল ১৬৪৩০

ঢাকা : দেশে জনসাধারণের জন্য আইনি সহায়তা দিতে চালু হলো ‘লিগ্যাল এইড কল সেন্টার জাতীয় হেল্পলাইন’। ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনামূল্যে পাওয়া যাবে সব ধরনের আইনি পরামর্শ।

আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জাতীয় হেল্প লাইন কল সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান মাধ্যমে বিনামূল্যে সাহায্য পাবেন দেশের স্বল্প আয়ের ও অসহায় বিচারপ্রার্থীরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.