নতুন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

সিটিনিউজবিডি : এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগরের স্কুলসমূহ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এই মানববন্ধনে অংশ নেই নগরের মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষার্থীরা দাবি জানায়, ছয়টি প্রশ্নের পরিবর্তে সাতটি প্রশ্ন চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে ২ ঘণ্টা ১০ মিনিটে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন। সেখানে মাত্র ১০ মিনিট বাড়িয়ে আরও একটি সৃজনশীল প্রশ্ন যোগ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করে আগের পদ্ধতি বহাল রাখা হক। মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি শাহীন জোবায়ের ও ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম সামদানি, সহসম্পাদক নাদিম উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.