মন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা  :   নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পণ্যবাহী জাহাজের মালিকরা। আজ সোমবার সচিবালয়ে নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, অচলাবস্থার নিরসন হলো। এখন থেকে জাহাজ চলবে। নৌযান শ্রমিকদের বেতন বাড়াতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী জাহাজ মালিকরা। তাদের দাবি, সরকারি সিদ্ধান্ত মানতে গেলে অনেক ক্ষতি হবে। এ কারণে গত ২৭ এপ্রিল থেকে ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের আওতায় কার্গো, কোস্টাল ও লাইটারেজ জাহাজ বন্ধ ছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.