আজ পবিত্র শবে মেরাজ

সিটিনিউজবিডি : আজ সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।

মহানবী (সা.)-এর তায়েফ সফরের পর যখন কাফেরদের অত্যাচার ও নির্যাতনে মুসলমানরা অসহায় হয়ে পড়েছিল, ঠিক তখনই নবীজী মেরাজে যান। পবিত্র কোরানে এ রাতকে আল্লাহ বরকতময় বলে ঘোষণা করেছেন। এ বরকতময় রাতেই মহান পালনকর্তা আল্লাহতায়ালা তার প্রিয় হাবিব মহানবীকে (সা.) ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ও নিজ সান্নিধ্য লাভের নেয়ামত দান করেন। মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে মুহম্মদ (সা.) পৃথিবীতে ফিরে আসেন। রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসলমানরা রাত জেগে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.