চন্দনাইশ ৭টি ইউনিয়নে ৩০৮ জন প্রার্থী

সৈয়দ শিবলী ছাদেক কফিল : ইউপি নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ভোটগ্রহণের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে চন্দনাইশে ৭টি ইউনিয়নে মোট ৩০৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ মে জেলার রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ৪-৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১২ মে প্রত্যাহারের শেষ দিন।

চন্দনাইশের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা পদে ৫১ জন ও সাধারণ সদস্যসহ ৩২৫ জন প্রার্থীসহ ৩০৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কাঞ্চনাবাদে চেয়ারম্যান পদে ৮, জোয়ারাতে ১, বরকলে ৬, বরমাতে ৪, বৈলতলীতে ৪, হাশিমপুরে ৬ ও ধোপাছড়িতে ৩ জনসহ ৩২ জন প্রার্থী। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে কাঞ্চনাবাদে তিন ওয়ার্ডে ৬, জোয়ারাতে ৭, বরকলে ৯, বরমাতে ৫, বৈলতলীতে ৯, হাশিমপুরে ৮ ও ধোপাছড়িতে ৭ জনসহ ৫১ জন প্রার্থী। একইভাবে সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদে ৩৫, জোয়ারাতে ১৯, বরকলে ৩৬, বরমাতে ৩৯, বৈলতলীতে ৪৪, হাশিমপুরে ৩১ ও ধোপাছড়িতে ২১ জনসহ ২২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।

৭ ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে নৌকার প্রার্থী থাকলেও জোয়ারা ইউনিয়নে বিএনপি ও এলডিপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা না করায় নৌকা প্রতীকের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমিন আহমদ চৌধুরী রোকন একক প্রার্থী হিসেবে রয়েছেন। জোয়ারা ইউনিয়নে ৩ ওয়ার্ডে যুবলীগ নেতা হারুনুর রশিদ, ৫নং ওয়ার্ডে মো. বদিউল আলম ও বরমা ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন-১/ পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম একক প্রার্থী হিসেবে রয়েছেন।

কাঞ্চনাবাদে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আবদুস শুক্কুর (আ.লীগ বিদ্রোহী), আনোয়ার হাসান (এলডিপি), সাইফুল করিম (বিএনপি), স্বতন্ত্র যথাক্রমে মো. আলী, মফিজুল আলম, ওয়াহেদ আহমদ চৌধুরী, জামাল। সাধারণ সংরক্ষিত সদস্য পদে ৬, সাধারণ সদস্য পদে ৩৫ জন। জোয়ারাতে চেয়ারম্যান পদে একক আমিন আহমদ চৌধুরী রোকন (আ.লীগ), সংরক্ষিত সদস্য পদে ৭ ও সাধারণ সদস্য পদে ১৯ জন। বরকলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (আ.লীগ), আ’লীগ নেতা শওকত হোসেন ফিরোজ (আ.লীগ বিদ্রোহী), এডভোকেট আমিনুল হক চৌধুরী (বিএনপি), প্রাক্তন চেয়ারম্যান মোতাহের মিয়া (এলডিপি), মো. সোনা মিয়া (জাতীয় পার্টি), মো. নাছির উদ্দিন (স্বতন্ত্র), সংরক্ষিত সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন। বরমাতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম (আ.লীগ), আ.লীগ নেতা জাবেদ মো. গউস মিল্টন (স্বতন্ত্র), আ ক ম মোজাম্মেল হক (বিএনপি), সিরাজ আহমদ (এলডিপি), সংরক্ষিত সদস্য পদে ৬ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন। বৈলতলীতে চেয়ারম্যান পদে আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল (আ.লীগ), বর্তমান ইউপি সদস্য এস এম সায়েম (স্বতন্ত্র), মো. মফিজ উদ্দিন (বিএনপি), মাহবুবুল আলম (এলডিপি), সংরক্ষিত সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৪৪ জন। হাশিমপুরে চেয়ারম্যান পদে প্রাক্তন চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (আ.লীগ), ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুবুল আলম বাবুল (আ.লীগ বিদ্রোহী), আবদুল মজিদ শাহ (বিএনপি), বর্তমান চেয়ারম্যান মো. আলী (এলডিপি), আবদুল হাফেজ (স্বতন্ত্র), আব্বাস উদ্দিন (স্বতন্ত্র), সংরক্ষিত সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য ৩১ জন। ধোপাছড়িতে চেয়ারম্যান পদে মোরশেদুল আলম (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী (এলডিপি), জে এইচ সেলিম (বিএনপি), সংরক্ষিত সদস্য ৭ ও সাধারণ সদস্য ২১ জন তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.