চসিক মেয়রের সাথে মেরী ষ্টোপস্ বাংলাদেশ প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম :    চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত বন্দর টিলা মাতৃসদন হাসপাতালটি ৫ বছরের জন্য পরিচালনা করছে মেরী ষ্টোপস্ বাংলাদেশ। ৪ এপ্রিল ২০১৬ খ্রি. বুধবার, সকালে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে মেরী ষ্টোপস্ বাংলাদেশ পরিচালনা পরিষদের কর্তৃপক্ষ বৈঠক করেন। বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন মেরী ষ্টোপস্ বাংলাদেশে কর্মরত সিটি কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের সুযোগ-সুবিধা সিটি কর্পোরেশনের নিয়মে অব্যাহত রাখার নির্দেশনা দেন।

তিনি সেবার মানবৃদ্ধি করা এবং সেবা প্রত্যাশিদের সাথে আচার-আচরন ও ব্যবহার মার্জিত ভাবে করার অনুরোধ করেন। তিনি অনৈতিক কার্যক্রম যাতে সংগঠিত না হয় সেদিকে কড়া নজরদারীর নির্দেশ দেন। বৈঠকে প্রতি তিন মাস অন্তর অন্তর সিটি মেয়রের সাথে বৈঠক করে সেবার বিষয়ে রিপোর্ট করার সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, সচিব মো. আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সাইফুদ্দিন, উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম, মেরী ষ্টোপস্ বাংলাদেশের সিনিয়র পরিচালক মোহাম্মদ মাশরুরুল ইসলাম (সিএফসিএফসিএ) ডা.রিনা ইয়াসমিন, পরিচালক ডা. মোহাম্মদ হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.