মিরসরাইয়ে আ’লীগ বিএনপি’র চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত

মিরসরাই প্রতিনিধি :  আগামী ৪ঠা জুন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মিরসরাইয়ের ৭ ইউনিয়নে একক চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। তৃণমূল কাউন্সিলের নিজ নিজ দলের একক প্রার্থী মনোনয়ন দিয়েছে দলগুলো। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা হলো আওয়ামীলীগের তৃণমূল নেতাদের সরাসরি ভোটে অনুষ্ঠিত কাউন্সিলে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ১৩ নম্বর মায়ানীতে বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১০ নম্বর মিঠানালা ইউনিয়নে খায়রুল আলম খায়ের, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ এবং ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী একক প্রার্থী মনোনীত হন। এছাড়া গোলযোগের কারণে কাউন্সিল পন্ড হয় ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে। পরে উপজেলা আওয়ামীলীগ জাহাঙ্গীর হোসেন মাষ্টারকে ভোটাভুটি ছাড়াই একক প্রার্থী বলে ঘোষণা করে। আওয়ামী লীগের একক প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে করেরহাট ইউনিয়ন। সর্বশেষ গত রবিবার (১ মে) তৃণমূল নেতাদের সরাসরি ভোট প্রদান প্রক্রিয়ায় একক প্রার্থী মনোনীত হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। দলের ৪ জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।
মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান জানান, গত ১৫ এপ্রিলের পর ৬ টি ইউনিয়নের একক প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। করেরহাট ইউনিয়নের একক প্রার্থীর নাম ২ মে পাঠানো হয়েছে।
অপরদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপিও। এতে করেরহাট ইউনিয়নে কামাল উদ্দিন, মিঠানালা ইউনিয়নে এডভোকেট শাখাওয়াত হোসেন মানিক, মঘাদিয়া ইউনিয়নে কামরুল আলম, খৈয়াছরা ইউনিয়নে গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়নে নুর হোসেন, হাইতকান্দি ইউনিয়নে আবু তাহের মাসুদ এবং ওয়াহেদপুর ইউনিয়নে সালা উদ্দিন সেলিম দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন জানান, বিএনপি সবকটি ইউনিয়নে দলের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। ইতিমধ্যে চূড়ান্ত তালিকা কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় মিরসরাইয়ের ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সেখানে আওয়ামী লীগ বিএনপি উভয়দলের একক প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করেন। সেবার সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.