সৌদি আরবে তেল মন্ত্রী বরখাস্ত

মোরশেদ রানা : সৌদিআরব তেল মন্ত্রী আলী আল নাইমিকে বরখাস্ত করা হয়েছে।  আলী আল নাইমি ১৯৯৫ সালে তেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন। বিশ্বজুড়ে তেলের দাম কমার প্রেক্ষাপটে তেল নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবের বের হয়ে আসার পরিকল্পনার বিরোধীতা করে আসছেন তিনি।

নাইমির স্থলাভিষিক্ত হবেন সৌদি রাষ্ট্র-মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর চেয়ারম্যান খালিদ আল ফালিহ। সৌদি আরবের রাজকীয় এই আদেশ সৌদি সরকার ব্যাপক পুনর্বিন্যস্ত করার বিস্তৃত পরিকল্পনার অংশ। যার মধ্যে রয়েছে তেলমন্ত্রণালয়ের নাম পরিবর্তন।

এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। ২০১৪ সাল থেকে জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম ক্রমাগত কমছে। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী সৌদি আরবের জাতীয় আয়ের দুই তৃতীয়াংশই তেল বাণিজ্য থেকে আসে। গত কাল (শনিবার) স্থানীয় গণ মাধ্যম গুলো আলী আল নাইমির বরখাস্তের খবর প্রকাশ করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.