চট্টগ্রাম নগর ছাত্রলীগ সম্পাদক রণি কারাগারে

রোমেল রহমান :   হাটহাজারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিকে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। গতকাল-ই ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন। পরে আজ ৮মে সকাল ১০টায় রায়ের কপি হাটহাজারী থানায় পৌঁছালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রণিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬’র দুটি ধারা ভঙ্গের অভিযোগে তাকে এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.