চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট এলাকায় ফেনসিডিল বিক্রির অপরাধে মো.ফয়সাল করিমকে (৪২) যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ (৯ মে) সোমবার দুপুরে মহানগর দায়রা জজ শাহে নূর এ রায় দেন। ফয়সাল করিম ডবলমুরিং থানার সদরঘাট এলাকার আহম্মদ মঞ্জিলের মৃত আহম্মদ হোসেনের ছেলে।

মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০০৯ সালের ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে সদরঘাট থেকে ফেনসিডিল ব্যবসায়ী ফয়সাল করিমকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঘটনার পরদিন ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। মামলার চার্জশিট দাখিল করা হয় একই বছরের ১৩ জুলাই। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.