রনি গ্রেফতারের অনুসন্ধানে ১৪ দলের পাঁচ সদস্যের টিম গঠন

গোলাম সরওয়ার  :   চট্টগ্রাম নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র মুক্তির দাবিতে গত ১০ মে মঙ্গলবার ১৪ দলের জরুরি সভায় প্রথমবারের মতো প্রতিবাদ জানানো হয় ।   রণিকে গ্রেফতারের ঘটনা পূর্বপরিকল্পিত এবং  ষড়যন্ত্রমূলক । নির্বাচনে কর্তব্যরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে মহল বিশেষকে খুশি করেছেন। এতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মহলবিশেষ দল ও সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বিচারক হয়ে যাদের ইন্ধনে রনিকে ফাঁসিয়েছেন তাদেরকেও আমরা চিনি। শীঘ্রই তাদের মুখোশ খুলে দেয়া হবে। রনিকে আবারও রাজপথে ফিরিয়ে আনব সভায় এসব বলেন আওয়ামীলীগ এর সভাপতি এবি এম, মহিউদ্দীন চৌধুরী ।

সভায় রনিকে গ্রেফতার ও তড়িঘড়ি সাজা প্রদানের কারণ অনুসন্ধানের জন্য ১৪ দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। টিমের প্রতিবেদনের ভিত্তিতে রনিকে মুক্ত করার পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.