হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে

ঢাকা : যুদ্ধাপরাধে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে। জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে রাজধানীর কোথাও মিছিল বা ঝটিকা মিছিল বেড় করতে পারেনি দলটির নেতাকর্মীরা। ঘটেনি নাশকতার ঘটনাও। আর সে কারণেই সকাল থেকেই স্বাভাবিক নিয়মে চলছে গণপরিবহন। তবে হরতালে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

আজ (১২ মে) বৃহস্পতিবার সকালে ঢাকার বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। র‌্যাব সদস্যরাও হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, “তারা যেন হরতালে কোনো নাশকতা না চালাতে পরে, নাগরিকদের জীবনযাত্রায় কোন ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।”

এদিন সকালে সরেজমিনে রাজধানীর আসাদগেইট, ফার্মগেইট, কাওরানবাজার, হাতিরঝিল, মগবাজার, রমনা, জাতীয় প্রেসক্লাব, আজিমপুর, শাহবাগসহ গুরুত্বর পূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই দেখা গেছে। আইনি লড়াইয়ের নিষ্পত্তি শেষে বুধবার প্রথম প্রহরে যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

এরপর জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিন দিনের কর্মসূচির ঘোষণা আসে, যার মধ্যে বৃহস্পতিবার দিনব্যাপী হরতালের কথা বলা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.