মসজিদুল হারামে নামাজের জায়গা আরো প্রশস্ত হলো

মোরশেদ রানা  :   পবিত্র কাবা শরিফ চত্বরে মুসল্লিদের সম্মিলিত নামাযের জায়গা আরো প্রশস্ত করতে, অস্থায়ী মাতাফ ব্রিজটি সম্পূর্ণ খুলে সরিয়ে নেয়া হয়েছে গত বৃ্হস্পতি বার।
পবিত্র দুই হারাম শরিফের টেকনিকাল কমিটির সদস্য ওয়াইল আল হালাবি বলেন, “ব্রিজকে সংযুক্তকারী মোট ১০হাজার ৪৮৯টি মাতাফের অংশ খোলা হয়েছে ৩৫দিনের মধ্যে”।
এছাড়া ৮০জন ইঞ্জিনিয়ার ও ৫৮০জন শ্রমিকের দলীয় প্রচেষ্টায় কাজটি সম্পন্ন হয়।

আল-হালাবি জানান, শুক্রবার গুলোতে মসজিদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য কাজ বন্ধ রাখা হয়। আর পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তিনি মহান আল্লাহর প্রশংসা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকল সহযোগী বিভাগ গুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এখন মসজিদুল হারামে নামাজের জায়গা আরো প্রশস্ত হলো।

এ বিভাগের আরও খবর

Comments are closed.