বাঁশখালীতে ১৪ ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাঁশখালী প্রতিনিধি :  বাঁশখালীর ১৪ ইউনিয়নে ৪ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে চরম শংকায় রয়েছে ভোটাররা । এরপরও চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারীরা সুষ্ঠ নির্বাচনের আশা নিয়ে নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে গতকাল তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন সংশি¬ষ্ট নির্বাচন অফিসে। আজ মঙ্গলবার (১০ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আরো মনোনয়নপত্র জমা পড়তে পারে বলে জানান নির্বাচনে দায়িত্বরত সংশি¬ষ্ট রিটার্নিং অফিসারগণ। ১৪ ইউ,পিতে নির্বাচন পরিচালনার জন্য ৬ জন রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এরা হলেন, বাহারছড়া, কাথারিয়া, গন্ডামারার দায়িত্বে নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাধানপুর ও কালীপুরের দায়িত্বে থাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়্যদ মোঃ ওয়ারেছ কামাল, শেখেরখীল, ছনুয়া ও সরলের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পুকুরিয়া ও খানখানাবাদের দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফুর, শীলকূপ ও চাম্বলের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মুনীম আহমেদ সজীব, বৈলছড়ি ও পুঁইছড়ির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান। এবার ১৪ ইউপিতে ২ লক্ষ ৬৯ হাজার ১৫৮ জন ভোটার ১৩৫ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সরকার দলীয় মনোনয়ন বঞ্চিত চোখে পড়ার মত হেভিয়েট প্রার্থীরা এবার বিদ্রোহী প্রার্থীর খাতায় নাম লিখিয়ে বরাবরের মতই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

ওইসব হেভিয়েট বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। বিএনপি থেকে ১৩ ইউপিতে তাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও সাধনপুর ইউনিয়নে কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি। কারণ হিসেবে জানা গেছে ওই ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী সরকার দলীয় মনোনয়ন না পাওয়ায় সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে বিএনপি তাকে সমর্থন দিতে পারে বলে গুঞ্জন শুনা যাচ্ছে এদিকে গতকাল সোমবার (৯ মে) পর্যন্ত বাঁশখালী নির্বাচন অফিসে ১৪ ইউ,পিতে অর্ধশতাধিক চেয়ারম্যান ও ৭ শতাধিক সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লি¬ষ্ট নির্বাচন অফিস। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বিএনপি’র আসহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন, সাধনপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন চৌধুরী খোকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী ও শেখর দত্ত, কালীপুর ইউনিয়নে আওয়ামীলীগের এডভোকেট আনম শাহাদত আলম, বিএনপি’র বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, জামায়াত মনোনীত এডভোকেট আবু নাছের, বৈলছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত কফিল উদ্দীন চৌধুরী, বিএনপির মনোনীত বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, কাথারিয়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইবনে আমিন, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন, গন্ডামারা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী ও তার স্ত্রী জেসমিন আক্তার, ইসলামী আন্দোলনের সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহ, ছনুয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জিল্লুল করিম শরীফি, বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সমর্থিত) মাওলানা মীর মোহাম্মদ আদম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশীদ চৌধুরী, পুঁইছড়ির ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত সুলতানুল গণি চৌধুরী লেদু মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী সুলতানুল আজিম চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কফিল উদ্দীন চৌধুরী, চাম্বল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওসমান গণি চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল কাদের, স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সমর্থিত) আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী শাহজাদা অধ্যক্ষ মাওলানা জকরিয়া বিন হাবিব, খানখানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত মোঃ বদরুদ্দিন চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী আক্তার ফারুক, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাহেদ আকবর জেবু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু, সরল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রশীদ আহমদ চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী জাফর আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান লেয়াকত আলী তালুকদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক সেনা সদস্য আনছার উল্লাহ, বাহারছড়ায় বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান মাস্টার লোকমান, আওয়ামীলীগের অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বখতেয়ার উদ্দীন চৌধুরী করিম, রেজাউল করিম চৌধুরী ইউনুছ, শেখেরখীল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত বর্তমান চেয়ারম্যান মাওলানা হামেদ হাসান, আওয়ামীলীগের মোঃ ইয়াছিন সিকদার, বিএনপির ফজলুল কবির চৌধুরী মেহেদীসহ আরো অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.