আগামী ২৮ মে মুনিরীয়া যুব তবলীগের তরিক্বত কনফারেন্স

চট্টগ্রাম :  বিগত ২৬ রজব ১৪৩৭ হিজরী বুধবার পবিত্র মেরাজুন্নবী (দঃ) এর বরকতময় সময়ে আওলাদেমোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর বেছাল শরীফ উপলক্ষে তাঁর (রাদ্বিয়াল্লাহু আল্লাহ) স্মরণে আগামী ২৮ মে’১৬ইং, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। কনফারেন্স উপলক্ষে গতকাল বাদে মাগরিব গাউছুল আজম কমপ্লেক্সে বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ সহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, উত্তর রাউজান সমন্বয় পরিষদের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাউজান রাঙ্গুনীয়া হাটহাজারী দক্ষিণ সমন্বয় পরিষদের সচিব মোহাম্মদ আব্দুল মোমেন, হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদের সচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, বোয়ালখালী পটিয়া সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের সচিব আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ, দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। সভায় বক্তাগণ নিজ নিজ সমন্বয় পরিষদের কাজের প্রস্তুতির উপর আলোকপাত করে বক্তব্য উপস্থানপ করেন। পরিশেষে মহান মোর্শেদ গাউছুল আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.