প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নিত করা হয়েছে – শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিবেধক :    প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নিত করা হয়েছে। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

সচিবালয়ে বুধবার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন আমরা ২০১০ সালের শিক্ষানীতির আলোকে সিদ্ধান্ত নিয়েছি।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে কি-না, যেসব প্রাথমিক স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত নেই, সেসব বিদ্যালয় কীভাবে পরিচালিত হবে- এসব সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কারিকুলাম ও প্রশ্নের জন্য আলাদা কমিটি হবে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.