খাগড়াছড়িতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ (২৪ মে) মঙ্গলবার ভোর ৬টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। এর আগেই মাটিরাঙা উপজেলার আলুটিলা এলাকায় ঢিল ছুঁড়ে ৪টি নৈশকোচ ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। নৈশকোচগুলো ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিল। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গত ২০ মে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা, সমাবেশের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুরের প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় পিসিপি।

অবরোধের ফলে ভোর থেকে জেলার সাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা শহরের সবক’টি পয়েন্টে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকায় উপজেলাগুলোর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.