নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করলে এলাকার উন্নয়ন হবে – মোছলেম উদ্দিন

চন্দনাইশ প্রতিনিধি :   আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কা ভোট দিয়ে বরকলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা। নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করলে এলাকার উন্নয়ন হবে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে জয়লাভের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

গত সোমবার ২৩ মে আওয়ামীলীগ মনোনীত ৪ নং বরকল চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের পক্ষে  কানাইমাদারী অলি আহমদ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোছলেম উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন মফিজুর রহমান । এ সভায় সভাপতিত্ব করেন মো: সাইফুর রহমান সভাপতি বরকল ইউনিয়ন আওয়ামী লীগ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর ,সাধারন সম্পাদক আবু আহেমদ জুনু ,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, খোকন । ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য , উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ, আব্দুর রহিমসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দরা ।নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ

প্রধান অতিথির বক্তব্যে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মোসলেম উদ্দিন বলেন, অচিরে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা না দিলে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দল থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে। শুধু তাই নয়, বিদ্রোহী প্রার্থীদের সাথে যারা সম্পর্ক রাখবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেন ।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সকলকে আসন্ন নির্বাচনে রাজনৈতিক বিবেচনায় কাজ করতে হবে। ভোটারদের মন জয় করতে হবে।এই বর্ধিত সভায় বরকল ইউনিয়নের আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যসহ উপজেলাধীন প্রায় সব োয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা যোগ দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.