শাহজালালে স্বর্ণের ৮৪ বারসহ যাত্রী আটক

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে গোয়েন্দারা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

শনিবার ভোরে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৬ ফ্লাইটে ঢাকায় আসেন আবুল হোসেন (৩০) নামের ওই যাত্রী। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে স্বর্ণগুলো উদ্ধার হয়। তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, আবুল হোসেন কোমরে দুটো প্যাকেটে এই স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.