চবিতে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে এ ঘটনা।

জখম হওয়া শিক্ষার্থীরা হলেন-বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী জি এম সাইফুল ও জীবন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় আব্দুল করিম ভবনের সামনে ঘোরাঘুরি করছিল  জি এম সাইফুল ও জীবন। তাদেরকে দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল নেতাকর্মী তুলে নিয়ে গিয়ে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির সামনে উপর্যপুরি কুপিয়ে জখম করে। পরে পুলিশ খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় এক পুলিশ সদস্য বলছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা এ দুইজনকে কুপিয়ে জখম করে। তারা দুই জনই মারা যাওয়ার আশঙ্কা করছেন পুলিশের এ সদস্য।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু  বলেন, ‘শিবিরের ক্যাডাররা পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে ক্যাম্পাসে অপতৎপরতা চালাচ্ছে। তাদের এ অপতৎপরতা রুখতে আমাদের কর্মীরা বাধা দিয়েছে।’

বিশ্ববিদ্যালয় শাখার ‘আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান’ সিনিয়র সহ সভাপতি রেজাউল হক রুবেল  বলেন, ‘ শিবির জঙ্গি তৎপরতা রুখতে আমাদের কর্মীরা বাধা দিয়েছে। তারা দুইজনই শিবিরের ক্যাডার।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.