ষোলশহরে রেলওয়ের জায়গা থেকে একশ অবধৈ স্থাপনা উচ্ছেদ

কাজী আরমান : চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা ১০০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(৩১ মে) বেলা ১২ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা ইসরাত রেজা ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সামি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সামি সিটিনিউজবিডিকে জানান,বেলা ১২ টা থেকে ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে দুই নাম্বার গেইট এলাকা পর্যন্ত ১০০টি অবৈধ ভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ঘরবাড়ি, সেমিপাকা বাড়ি করা হচ্ছে।যাতে করে বাড়ছে রেলের সম্পদ বেদখল ও রেল চলাচলে অনেক ধরনের সমস্যা রেলওয়ে কর্মকর্তা ইসরাত রেজা সিটিনিউজবিডিকে আর বলেন,ষোলশহর রেল স্টেশনের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা বেদখল করেছিল। তা উচ্ছেদ করার জন্য ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করনে বলে জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.