মাছরাঙ্গার সিইও ফাহিম মুনয়েম আর নেই

ঢাকা : বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। খবরে বলা হয়, ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হবে। দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর তাঁর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের সঙ্গে কথা বলে পরে দাফনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশনে ২০১০ সালে যোগ দেন ফাহিম মুনয়েম। এর আগে তিনি ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। দীর্ঘদিন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়া তিনি ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.