জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

সিটিনিউজবিডি  :    পহেলা মে বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়েছে। চলবে ২৮ জুলাই পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়।

রমজানের আগ পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। আর রমজান মাসে সকাল ১০টায় বৈঠক শুরু হবে। তবে বাজেট পেশের দিন বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হবে।

অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার তার স্বাগত বক্তব্যে বাজেট অধিবেশনে এমপিদের ভূমিকা রাখার আহ্বান জানান।

এরপর সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়, যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠক পরিচালনা করবেন। এরপর শোক প্রস্তাব আনা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনার পর তার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন কয়েকজন।

এটি চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন। আর বর্তমান সরকারের তৃতীয় বাজেট অধিবেশন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী
জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে। তবে এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবী থাকবে।

রমজান মাসে প্রতিদিন সকাল ১০টায় বৈঠক শুরু হবে। প্রয়োজনে স্পিকার এ সময় পরিবর্তন করতে পারবেন। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে। এছাড়া বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেবেন।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.