চট্টগ্রামে চার কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চার কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ (৪ জুন) শনিবার ৬ষ্ঠ পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৪১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন করা হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানিয়েছেন, চারটি কেন্দ্রের তিনটি সাতকানিয়া এবং একটি অানোয়ারা উপজেলায়। ব্যাপক গোলযোগ, সংঘর্ষ, ব্যালেট বাক্স ছিনতাই এবং গোলাগুলির কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে, পটিয়া উপজেলায় ১ ইউনিয়নে, সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নে, লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়নে এবং মিরসরাই উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। সাতকানিয়ায় স্থগিত বেন্দ্রগুলো হচ্ছে ঢেমশা, পশ্চিম ঢেমশা ও এওচিয়া ইউনিয়নে।

একইদিনে বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নেও ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করায় সেখানে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করেছে। স্থানীয় এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.