চট্টগ্রামের মিরসরাইয়ে আ. লীগ প্রার্থীদের জয় ,বিএনপির প্রত্যাখান

এম আনোয়ার হোসেন, মিরসরাই  :  চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ভোটের বেসরকারী ফলাফলে মায়ানী ইউনিয়নে আ’লীগ প্রার্থী কবির আহম্মদ নিজামী (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৪’শ ৫ ভোট, প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী নুর হোসেন (ধানের শীষ) ২’শ ৬ ভোট। খৈইয়াছরা ইউনিয়নে আ’লীগ প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী (নৌকা) পেয়েছেন ৮ হাজার ২’শ ১০ ভোট, প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন (ধানের শীষ) ৪’শ ৩৫ ভোট। ওয়াহেদপুর ইউনিয়নে আ’লীগ প্রার্থী ফজলুল কবির ফিরোজ (নৌকা) পেয়েছেন ১২ হাজার ৫’শ ৭৩ ভোট, প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন সেলিম (ধানের শীষ) ৭’শ ৪৩ ভোট। এরআগে মঘাদিয়া, মিঠানালা, হাইতকান্দি, করেরহাট ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র ইউপি সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। করেরহাট ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যও চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের কোন প্রয়োজন হয়নি।

নির্বাচনের সার্বিক সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বলেন, বড় ধরণের কোন বিশৃঙ্খলা ছাড়া ৪৮ টি কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মিঠানালা ইউনিয়নের সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ২ থেকে ৩ জন আহতের সংবাদ আমরা পেয়েছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১০ রাউন্ড গুলি ছুড়ে। সংঘর্ষের সময় সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে পুণরায় ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফিয়া এলাকা থেকে মহিউদ্দিন সবুজ ও ওমর ফারুক নামে দুই জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

ভোট প্রদান করতে পারেননি বিএনপির তিন প্রার্থী: খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুর হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিন সেলিম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি প্রতিপক্ষ সরকারদলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বাধার কারণে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.