রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার

সিটিনিউজবিডি :   রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া। রবিবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রুনেইয়ের হাই কমিশনার পেনজিরান হাজি আবদুল হারিস বিন পেনজিরান হাজি শাহাবুদিন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বলেও জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কার স্পিকারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি এ সময় দুই দেশের জনগণ ও পার্লামেন্টের মধ্যে সম্পর্ক বাড়াতে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে জাহাজ ও পর্যটন শিল্পের কথা উল্লেখ করে বলেন, এই দুই খাত বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখতে পারে।

কারু জয়সুরিয়া এ সময় তার দেশের পার্লামেন্টের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শ্রীলঙ্কার স্পিকার বাংলাদেশের ওষুধ পণ্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশে এ পণ্যের দাম সহনীয়। এসময় তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানান ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.