মিতু হত্যায় চট্টগ্রাম মহসিন কলেজের মানব বন্ধন

সিটিনিউজবিডি : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন কলেজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেন পলাশ ও মাঈমুন উদ্দিন মামুনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী জাফর উল্লাহ, দৈনিক আজাদী’র সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, সাবেক নগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু, কায়সার উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পাভেল ইসলাম, নগর ছাত্রলীগের সহ সভাপতি আবু মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য কামরুল হুদা পাভেল, ছাত্রলীগ নেতা আরিফ মোহাম্মদ ইফতেখার রশিদ, ইউসুফ কবির, কামরুজ্জামান কমল, দোলন শর্মা, সুভাষ মল্লিক সবুজ, মনির ইসলাম, মোক্তার হোসেন রাজু, আবদুল্লাহ আল নোমান, সাইফুদ্দিন মানিক, ফখরুজ্জামান আল ফয়সাল।

হেলাল আকবর চৌধুরী বাবর তার বক্তব্যে বলেন, ‘এসপি বাবুল আক্তার হলেন সারা বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের সাহসী পুলিশ অফিসারদের মধ্যে অগ্রনায়ক। তিনি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তার এই অগ্রণী ভূমিকার কারণে তাকে আজ সহধর্মিনীকে হারাতে হয়েছে। চট্টগ্রামের মাটিতে এই ধরণের হত্যাকাণ্ড আমরা কখনই মেনে নিতে পারি না।’

গাজী জাফর উল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আর কখনো এভাবে কোন এসপির স্ত্রীকে হত্যার শিকার হতে হয়নি। এই হত্যাকাণ্ড দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আরেকটি নতুন ষড়যন্ত্র। কারণ বাবুল আক্তারের মতো সাহসী পুলিশ অফিসারদের দমিয়ে রাখতে পারলেই এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে দমিয়ে রাখা সম্ভব।’

শুকলাল দাশ বলেন, ‘এসপি বাবুল আক্তার একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক পুলিশ অফিসার। সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাই এই জনপ্রিয়তার জ্বলন্ত উদাহরণ। তার স্ত্রীর হত্যাকাণ্ড জাতির বিবেককে আজ প্রশ্নবিদ্ধ করে। আর কিছুই নয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে তার সাহসিকতার কারণেই তাকে সহধর্মিনী হারাতে হয়েছে।’
মানববন্ধনে দুই কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.