মিরসরাইয়ে লোকালয় থেকে লজ্জাবতী বানর আটক

এম আনোয়ার হোসেন , মিরসরাই  :  মিরসরাইয়ের লোকালয় থেকে আটক করা হয়েছে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। রোববার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের শফি কলোনীর একটি গাছ থেকে বানরটি আটক করে স্থানীয় লোকজন। সোমবার (৬ জুন) বিকাল পর্যন্ত জোরারগঞ্জ বনবিট কর্মকর্তা নুর হোসেন বানরটি উদ্ধার করে অবমুক্ত করতে পারেনি বলে জানা গেছে।
স্থানীয় আনোয়ার হোসেন জানান, গাছে ঝুলার সময় এটি প্রথমে কেউ চিনতে পারেনি। অচেনা প্রাণীটিকে দেখতে মানুষের ভীড় জমে যায়। একপর্যায়ে নানা কৌশলে এটিকে আটক করা হয় এবং জোরারগঞ্জ বনবিটে খবর দেওয়া হয়। জোরারগঞ্জ বনবিট কর্মকর্তা নুর হোসেন জানান, প্রাণীটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। অনেক এলাকায় একে মুখচোরা বানরও বলে। লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। বানরটি যারা আটক করেছে তারা বনে অবমুক্ত করতে চাইলেও স্থানীয় কিছু লোক বানরটি বনে ছাড়তে রাজি নয়। বিষয়টি জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরীকে জানানো হয়েছে। যতদ্রুত সম্ভব এটি উদ্ধার করে বনে অবমুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.