রমজানে পণ্যে বাড়তি মুনাফায় দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা :   বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানে কারসাজির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে রমজানে নিত্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান করেন । আমরা ব্যবসায়ী‌দের সঙ্গে ভালো সম্পর্ক রাখ‌তে চাই। তবে কৃ‌ত্রিম সংকট তৈ‌রি ক‌রে প‌ণ্যের দাম বাড়া‌নোর চেষ্টা কর‌লে প্রয়োজনে ক‌ঠিন পদ‌ক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উৎপদনকারী ও বিক্রেতা ইচ্ছে করে বাজারে পণ্য কম সরবরাহ করে থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চা‌হিদার তুলনায় বাজা‌রে পণ্য সরবরাহ স্বাভা‌বিক র‌য়ে‌ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের দাম স্বাভাবিক আছে এবং তা স্বাভাবিক থাকবে। গত দুই বছরও স্বাভাবিক ছিলো। এবারও স্বাভবিক থাকবে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.